অতিথী কলাম

ঈদ আনন্দে মিলেছে স্বস্তি

By মেহেরপুর নিউজ

May 10, 2021

 নাদিম মাহমুদ _

আবারো বছর ঘুরে পবিত্র রমাযান শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর। বিশ্বজুড়ে করোনার তান্ডব, এই মহামারী থেকে সুরক্ষায় দেশে নানা বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হচ্ছে মানুষের ।

তারপরও গতিশীল আমাদের জনজীবন। ইসলামের যে আত্মসুদ্ধি, সংযম, দানশীলতা, উদারতা, ক্ষমা ও মনুষ্যত্ত্বের গুনাবলি দ্বারা বিকশিত হন এর গতিধারায় প্রবাহিত হয় ঈদ . ঈদগাহে কোলাকুলি সৌর্হাদ্য, সম্প্রতি ভালোবাসার বন্ধনে সবাইকে নতুনকরে আবদ্ধ করে এক নির্মম আনন্দের আয়োজন সবকিছু পরিবর্তন করে দিয়েছে কোভিড ১৯, মহামারী করোনা ভাইরাসের পাদুর্ভাবে সবকিছুই দূরে সরে গেছে, করোনার সাথে থেকে দীর্ঘ ১ বছরেরও বেশি সময়ে আমরা জীবনের অংশ হিসেবে বুঝতে পেরেছি, শিখতে পেরেছি কিভাবে করোনার থেকে জীবন যাপন করতে হয়।

ঠিক তেমনি ভাবে এখন করোনা সুরক্ষায় ভ্যাক্সিন গ্রহণ করতে পারছি নতুন করে নতুন পরিস্থিতির সাথে সামাল দিয়ে মিলেছে ঈদ আনন্দ সকল শ্রেণীপেশার মানুষ তাদের কর্মজীবনে ফিরেছে এবং আয় উপার্জন করতে পারছে পরিবারের সাথে খুশির আমেজে ঈদ উদযাপন করার সুযোগ হয়েছে।

গতবছরের তুলনায় অনেক পরিবার সাবলম্বি হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যেও জীবন- যাপনের জন্য সংগ্রাম করছে প্রতিটি উৎসবের মতো যুগের প্রকাশ ধারণ করে ঈদ উৎসব অনেকটা পাল্টাছে যদিও এর মূল সুর পাল্টায়নি, পাল্টাবার কথাও নয়, মূল সুরটা সেই আনন্দের নিজের মতো উদযাপনের প্রকৃতপক্ষে ঈদ ধনী-দরিদ্র, সুখী-অসুখী, সব মানুষের জন্য কোনো না কোনোভাবে নিয়ে আসে নির্মল আনন্দের আয়োজন। ঈদ ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ও ঐক্যবদ্ধ করার প্রয়াস নেয় এবং পরস্পরের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়।

মহান সৃষ্টিকর্তার দরবারে আমাদের প্রার্থনা হলো জগতের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি। পৃথিবী সর্বপ্রকার হিংসা-বিদ্বেষ ও হানাহানিমুক্ত হোক! সন্ত্রাসের বিভীষিকা দূর হোক! আন্তধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ়তর হোক! আগামী দিনগুলো সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত হোক! হাসি-খুশি ও ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। তাই আসুন, ঈদের আনন্দ ছড়িয়ে দিই সবার প্রাণে-মনে। বুকে বুক মিলিয়ে আসুন সবাই সবার হয়ে যাই। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন—‘ঈদ মোবারক আস্-সালাম!’