বিনোদন ডেস্ক, ২৪ মে: শুধ মন্ত্রীত্ব বা সংসদ সদস্য হিসেবেই থেমে থাকেননি জুনাইদ আহমেদ পলক। এর বাইরেও তার আলাদা একটি পরিচয় আছে। অসাধারন গানও করেন তিনি। তার সেই প্রতিভা আবারও দেখা যাবে টেলিভিশন পর্দায়।
আসন্ন ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন আরটিভির জন্য নির্মিত হয়েছে ‘আড্ডা গানে ঈদ’ নামে একটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে গান পরিবেশন করতে দেখা যাবে জুনাইদ আহমেদ পলক। দেশাত্মবোধক গানের মাধ্যমে তিনি তার পরিবেশনা শুরু করবেন। পরবর্তীতে একে একে তার পছন্দের শিল্পীদের মধ্যে আজম খান, লাকী আখন্দ, হ্যাপী আখন্দ এবং আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করতে দেখা যাবে।
সম্প্রতি রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানিটি আরটিভি’র ঈদ অনুষ্ঠানমালার তৃতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে। রাজনীতিবিদ পলক সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামের সঙ্গে।
সূত্র: সারাবাংলা