বর্তমান পরিপ্রেক্ষিত

ঈদের সময় টিসিবির ন্যায্য মূল্য ছোলা ও চিনি কালো বাজারে-

By মেহেরপুর নিউজ

April 14, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

নড়াইলের নাকশি বাজার এর লিটন সিকদারের গোডাউন থেকে টিসিবি”র নায্যমুল্যের বিক্রয়ের ছোলা ১৮বস্তা ও চিনি ২৫বস্তা উদ্ধার করলো পুলিশ।

মঙ্গলবার ১৪এপ্রিল সাড়ে ১০টায় কালো বাজারের উদ্ধারকৃত ছোলা ও চিনি’র ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লিটন সিকদারকে আটক করেছে। তাঁর দেওয়া তথ্যমতে রুপগন্ঞ্জ বাজারের ব্যাবসায়ি পরিতোষ কুন্ডুকেও আটক করে।

থানায় পরিতোষ কুমার কুন্ডু কে সাংবাদিকেরা উদ্ধারকৃত মালা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমার মাল মেম দেখান!? তিনি আরো জানান, আমি কোন মালামাল বিক্রয় করিনাই।অপর একটি বিশ্বস্ত সুত্র জানায়, নড়াইলের আরো ২জন ডিলার টিসিবির মাল উত্তোলন করেছে!? এদের মালের খোজনিলে মিলতে পারে এ মালামাল কোন ডিলারের? তবে পরিতোষ কুমার কুন্ডু অপর এক ডিলারের মালও এ কোটায় উত্তলন করেছে বলে জানায়!? সুত্রটি আরো জানায়, লোহগড়ার ডিলার ও তাদের মালামাল সবথেকে বেশি। পুলিশকে আরো তদন্ত করতে হবে বলেও জানান।

নড়াইল সদরে ৪টা লাইসেন্সএ টিসিবির মাল উত্তোলন করাহয়। টিসিবি’র ডিলার পৌর এলাকায় শেখ প্রান্তর রুপগন্ঞ্জ বাজার, মাইজপাড়া আনন্দ সাহা, গিয়াস এন্টার প্রাইজ নড়াইল বাজার, পরিতোষ কুমার কুন্ডু, রুপন্ঞ্জ বাজার।