মেহেরপুর নিউজ:
ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮ টা ১৫ মিনিটে মেহেরপুর পুরাতন ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে । বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত না হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,পুলিশ সুপার এস এম নাজমুল হক, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল, জেলা কমান্ড্যান্ট প্রদীপ কুমার দত্ত, সড়ক ও জনপদ বিভাগের উপ প্রকৌশলী মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আব্দুল হালিম, পিপি ভট্টাচার্য,যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ।
এছাড়াও জেলার অন্যান্য ঈদগা মাঠে নিজ নিজ কমিটির সুবিধামতো সময়ে অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল আলম,মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, গাংনী পৌরসভা মেয়র আহমদ আলী, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুল আলম, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, এনএসআই ডিডি মিজানুর রহমান, টিটিসি অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।