ভ্রাম্যমান প্রতিনিধি, ১৪ অক্টোবর:
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরনণর আয়োজন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা) উদ্যোগে ইবি ক্যাম্পাসের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে । সভাপতিত্ব করেন ইবি শাখার মেসডার সভাপতি রকিবুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র জুয়েল রানা। স্বাগত বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেসডার সাধারন সম্পাদক ইমন আহমেদ। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ইয়াসমিন আরা সাথি, আইটি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন প্রমূখ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন, সহকারি শিক্ষক আক্তারুজ্জামান হিরা, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কাউন্সিলর ও মেসডার সাবেক সভাপতি জারাফাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেসডার সাবেক সভাপতি মুকুল হোসেন, সাংবাদিক মাসুদ রানা ও এনামুর হোসেন বকুল।
সাব্বির ও সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী তিথি, পারভেজ । অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।