মেহেরপুর নিউজ,১৮ মে:
মেহেরপুর ইসলামী ব্যাংকের টাকা তুলতে এসে ৫৭ হাজার টাকার পুরো টাকায় খোয়া গেছে আযান গ্রামের ইসমত আরা নামের এক মহিলার। সোমবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, গাংনী উপজেলার আযান গ্রামের আব্দুল লতিবের স্ত্রী ইসমত অালা ব্যাংক থেকে ৫৭ হাজার টাকা উত্তোলন করেণ। এ সময় এক প্রতারক তাকে টাকাগুলো একহাজার টাকার নোট করে দেয়ার কথা বলে কৌশলে টাকা নিয়ে সটকে পড়ে। ইসলামী বাংকের সিসি ক্যামেরা থাকলেও প্রতারক তা এড়িযে টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় টাকা হারিয়ে ইসমত আরা কান্নায় ভেঙ্গে পড়ে। পরে ব্যাংকের সিসি টিভি রেকর্ডকৃত ফুটেজ চেক করেও প্রতারক সন্ধান মেলেনি।