বর্তমান পরিপ্রেক্ষিত

ইশতিয়াক আহমেদের উপর হামলার প্রতিবাদে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি

By মেহেরপুর নিউজ

February 04, 2025

মেহেরপুর নিউজ:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইশতিয়াক আহমেদের উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য সাহেব মাহমুদের নেতৃত্বে। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক তামিম ইসলাম, সদস্য সিয়াম আহমেদ, ইশতিয়াক আহমেদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ। পরে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।