মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মচারী ইলিয়াস হোসেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বাক্ষরযুক্ত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর কর্মচারী ইলিয়াস হোসেনকে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মনোনীত করায় ইলিয়াস হোসেন কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। ইলিয়াস হোসেন তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে তিনি জানান।