মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) র উদ্যোগে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা একাদশ জয়লাভ করেছে।
বৃহস্পতিবার নড়াইল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত খেলায় মেহেরপুর জেলা একাদশ ৫৭ রানে মাগুরা জেলা একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা একাদশ তাসিম ওয়াহিদ ও আসিব আদনান কাসাব এর অর্ধ শতকের উপর ভর করে মেহেরপুর জেলা একাদশ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান করে।দলের পক্ষে তাসিম ওয়াহিদ ৮৪ এবং আসিব আদনান কাসাব ৫৮ রান করেন। মাগুড়ার হামিম হোসেন, আপন কুন্ডু, রিফাত হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন।
এদিকে মাগুড়া জেলা দল ২৬৫ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামার পূর্বে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর মাগুড়াকে জয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৩০ ওভারে ২০১ রানের। পরে ব্যাট করতে নেমে মাগুড়া জেলা একাদশ আসিফ আদনান কাসাব ও হাসানুজ্জামান উসানের বিধ্বংসী বোলিং মুখে মাগুড়া জেলা একাদশ ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। নাসিব হাসান দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন।
মেহেরপুরের পক্ষে আসিফ আদনান কাসাব ও হাসানুজ্জামান উসান তিনটি করে উইকেট লাভ করেন। খেলায় আসিব আদনান কাসাব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও খুলনা বিভাগীয় কোচ মোহাম্মদ মনোয়ার আলী মনু উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন।