মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৬ জুন)নিউজ ডেস্ক ঃ
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে এক স্কুল ছাত্রীকে উত্তক্ত করার অপরাধে স্থানীয় জনগন গন ধোলাই শেষে এক বখাটেকে পুলিশের হাতে তুলে দিয়েছে॥ জানাগেছে ,মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইয়াসিন আজ বুধবার সদর উপজেলার চক্যশামনগর গ্রামের ৯ম শ্রেনীর এক ছাত্রীকে উত্তক্ত করে। এসময় উক্ত ছাত্রী তার অভিভাবককে জানানোর পর গ্রামবাসীর সহযোগিতায় ইয়াসিনকে আটক করে গণধোলায় শেষে পুলিশের হাতে তুলে দেয়।