মেহেরপুর নিউজ,১৭ এপ্রিল: ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে সেদিন যারা ইতিহামের সাক্ষী হয়ে আছেন তাদের মধ্যে কোরঅান তেলোয়াত কারাী মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাকের আলী। যথারিতী আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা অনুষ্ঠানের শুরুতে তিনিই কোরআন থেকে তেলোয়াত করেন। এছাড়া গীতা পাঠ করেন শ্রী ননী গোপাল ভট্টাচার্য ও বাইবেলর পাঠ করেন আদম মন্ডল ।এর পর শুরু হয় আলোচনা সভা।