এক ঝলক

ইতালি ফেরত শতাধিক বাংলাদেশী যাত্রী হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে

By Enayet Akram

March 14, 2020

ডেস্ক রিপোর্ট, ১৪ মার্চ: করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালি থেকে শতাধিক বাংলাদেশি দেশে ফিরছেন। আজ সকাল সাড়ে ৮টায় ১৪০ জন বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ১৪২জন যাত্রী নিয়ে ঢাকা আসে এমিরেটসের সেই ফ্লাইটটি। ফ্লাইটের অন্যযাত্রীরা দুবাই থেকে ফ্লাইটে উঠেন।ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় আসে।

ইতালি ফেরত ১২৬ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখার জন্য হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘সেই ফ্লাইটে ১৪২ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ১২৬ জন ইতালি থেকে এসেছেন। তাদের হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’

উল্লেখ্য, ইতালিতে শুক্রবার ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৫০ জনের মৃত্যু হয়েছে করোনায়। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৬০ জন।