নির্বাচন

ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচনে রিয়াদ-মোশারফ প্যানেল নিরঙ্কুশ বিজয়

By মেহেরপুর নিউজ

December 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে রিয়াদ-মোশারফ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনের মোট ৯ পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছে।

শুক্রবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৯টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২০০ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে রিয়াদ-মোশারফ পরিষদে সভাপতি পদে বোরহানুল আজিম রিয়াদ (ছাতা) প্রতিক নিয়ে ১২৪ ভোট পেয়ে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাবলু ইসলাম (গরুর গাড়ি) প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ছালেকুর রহমান (আনারস) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহিদুল ইসলাম (চেয়ার) ৫৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন (ফুটবল) ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী লাভলু রহমান (হরিণ) ৫২ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক জাকারিয়া জামু (মাইক) ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শুকুর আলী(আম) ৪২ ভোট পেয়েছেন। কোষাধাক্ষ আবু সেলিম (মোরগ) প্রতীক নিয়ে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসমাইল হোসেন (মই) প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য মোঃ সেন্টু (ডাব) ১০৮ ভোট, মোহাম্মদ মিলন শেখ(কবুতর) ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের বাবলু-লাভলু পরিষদে সহ সম্পাদক পদে সন্টু (ইট ভাঙ্গা গাড়ি) প্রতীক নিয়ে ১০২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ মেহেদী(দেয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ৮৮ ভোট পান। সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান জনি(খেজুর গাছ) প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মোফাজ্জেল হক(গোলাপ ফুল) প্রতিক্রিয়া ৮৩ ভোট লাভ করেন।

মেহেরপুর সদর উপজেলা ইটভাঙ্গা মালিক সমিতির নির্বাচন পরিচালনাকারীর দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন।এ সময় নির্বাচন কমিশনার রাহিনুর জামান পলেন, আসাদুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।