টপ নিউজ

ইজিবাইক চালক বিজন হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৩ জন আটক

By মেহেরপুর নিউজ

November 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ইজিবাইক চালক বিজন হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ৩ জন আটক। আটককৃত সোহেল রানা (৩৮), শাকিল শেখ (২৪) ও ডালিম (২০) কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বিকালের দিকে আটক সোহেল রানা, শাকিল শেখ ও ডালিমকে কারাগারে পাঠানো হয়। আটক সোহেল রানা মোনাখালী গ্রামের আবুল হাসেমের ছেলে , শাকিল শেখ একই গ্রামের ডাবলুর ছেলে এবং ডালিম সুপির ছেলে।

এর আগে ৩০ অক্টোবর মেহেরপুর জেলা গয়েন্দা পুলিশ ও মুজিবনগর থানা পুলিশের একটি দল বিজন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকার মিরপুর থেকে তাদের গ্রেফতার করে মেহেরপুর নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শারমিন নাহারের আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার দুফুরের দিকে বিজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে আসার পর কয়েক ব্যক্তি চুয়াডাঙ্গা যাওয়ার নাম করে ইজি বাইক ভাড়া করেন।এ রপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরদিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও বিজনের কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি জিডি করা হয়। এদিকে রবিবার ওই এলাকায় দুর্গন্ধ ছাড়ানোর সময় এলাকার কৃষকরা পুলিশকে খবর দেয়।

রবিবার রাত সাড়ে দশটার দিকে মুজিবনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ লাশটি উদ্ধার করে মুজিবনগর থানায় নেওয়া হয়।সোমবার ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বিজন হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ একদিনের ব্যবধানে আসামীদের আটক করতে সমর্থ হন।