মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মে: আমার বিয়েতে কোন ইচ্ছা ছিলনা তবে বাবা-মার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছিলাম। আমার ইচ্ছা আমি আরো পড়াশোনা করবো। এভাবে বললেন বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়া কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফিরোজা খাতুন (১২)। রোববার রাত্রী সাড়ে ৮টার সময় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের কালুর অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে পাশ্ববর্তি সবলপুর গ্রামের মফিজুলের ছেলে রবিউল ইসলামের সাথে বিবাহের আয়োজন চলছিল কিন্তু কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস মাষ্টার ও ইউপি সদস্য মেসকাত আলীর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়ে যায়। কুলবাড়িয়া বাসিন্দা পাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কুলবাড়িয়া গ্রামের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য মেসকাত আলী বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। ইউপি সদস্য মেসকাত আলী জানান রোববার রাত্রীতে আমার ৬নংওয়ার্ডে একটি বাল্যবিবাহ হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান ইদ্রিস মাষ্টার আমাকে জানান আমি তাৎক্ষনিক বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে মেয়ের পিতা কালু কে এই বিয়ে বন্ধ করার জন্য বলি এবং বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়ের পিতা কালু সাংবাদিকদের জানান আলী হোসেন ঘটকের কথামত আমার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে ফিরোজার সাথে পাশ্ববর্তি সবলপুর গ্রামের মফিজুলের ছেলে রবিউল ইসলামের সাথে আমি বিয়ে দিতে রাজি হয়ে বিয়ের আয়োজন করেছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরে বিয়েটা আমি বন্ধ করে দিয়েছি। অবশেষে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যর হস্তক্ষেপে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী ফিরোজা বাল্যবিবাহর হাত থেকে রক্ষা পেল ।