মেহেরপুর নিউজ ,০২ ফেব্রুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের সদস্য শরিফ উদ্দিন ৩ মাদক ব্যাবসায়ীর কাছ থেকে ২২ ফ্রেনসিডিল উদ্ধার করে বিজিবি হাতে তুলে দিয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এই ঘটনা ঘটে।
ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, বুড়িপোতা গ্রামের জিন্নাতের ছেলে তামিম, বাবুর ছেলে ইমরান এবং সাত্তরের ছেলে রিয়াজ মোটরসাইকেল যোগে মেহেরপুরের পথে আসছিল। তিনি আরো বলেন, এসময় তাদের সন্ধহ হলে তাদের থামিয়ে গাড়ি তল্লাশী চালিয়ে তাদের কাছে থেকে ২২ বোতল ফ্রেনসিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধার কৃত ফ্রেনসিডিল গুলো বিজিবির বুড়িপোতা কম্পে হস্তান্তর করা হয়েছে।