নির্বাচন

আ‘ লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ফরহাদ হোসেন মনোনয়নপত্র জমা

By মেহেরপুর নিউজ

November 30, 2023

মেহেরেপুর নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে ফরহাদ হোসেন নেতা কর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানের প্রাক্কালে ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।

এ সময় ফরহাদ হোসেনের পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।