মেহেরপুর নিউজ :
আসন্ন মেহেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। একই সাথে পৌরসভার মেয়র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু এবং ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয়েছে।
রবিবার আপিলের শেষ দিন পর্যন্ত এ সকল প্রার্থীরা আপিল করেন। মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন। একই সাথে ঋণ খেলাপীর অভিযোগ এনে মেহেরপুর পৌরসভার-১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয়েছে। এদিকে মেহেরপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পলি খাতুন, কাউন্সিলর পদে ২ং ওয়ার্ডের মিজানুর রহমান জনি, ৪ নম্বর ওয়ার্ডে ফাহাদ খান, ৫ নম্বর ওয়ার্ড আক্তারুল ইসলাম, মোস্তাক আহমেদ, ৭ নম্বর ওয়ার্ডে ইলিয়াস হোসেন, মনিরুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের নাজমুল হাসান তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল করেন। এদিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আকরামুল আজিম তার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। আগামী ৩ দিনের মধ্যে আপিলের শুনানি শেষে রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে।