বর্তমান পরিপ্রেক্ষিত

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য দ্রব্যমূল্য সহনশীল রাখতে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

February 26, 2025

মেহেরপুর নিউজ:

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্য দ্রব্যমূল্য সহনশীল ও পণ্যের মজুমদারি রোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি, ব্যবসায়িক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা ও পণ্যের মজুমদারি রোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সমবায় কর্মকর্তা মনিরুল ইসলাম,মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি,পুলিশ পরিদর্শক সেলিম উদ্দিন, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদনমোহন সাহা প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আজকের এই মত বিনিময় সবার প্রতিপদ্য হচ্ছে আসন্ন মাহে রমজানে নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখার জন্য এই মতবিনিময় সভা। আমরা দেখেছি সারা বছরে নিত্য পণ্যের তেমন একটা দাম নেই। কিন্তু রমজান আসলে দাম বেড়ে যায়। একটি অসাধু সিন্ডিকেট-চক্র আছে যারা এই সময়ের জন্য অপেক্ষায় থাকে। এরা দেশের শত্রু, ধর্মের শত্রু ও জাতির শত্রু। আমি মনে করি আমরা সারা বছর ব্যবসা যাই করি না কেনো এই রমজান মাস পবিত্রতার মাস, সিয়াম সাধনার মাস। আমরা এ রমজান মাসে ব্যবসা করব কম। রমজান মাসে রোজাদার ব্যক্তিরা সহি শুদ্ধভাবে, শান্তি পূর্ণভাবে নিত্যপূর্ণ দ্রব্যমূল্য কিনে মনের আনন্দে সেহরি করতে পারে, ইফতার করতে পারে। আপনারা ব্যবসায়ী যারা আছেন তারা এই বিষয়টি মনে রাখার চেষ্টা করবেন। যদি দ্রব্যমূল্যের দাম বেশি রাখা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।