মেহেরপুর নিউজ:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের জামাত ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করতে হবে,একই সাথে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সহ মসজিদের সামনে পর্যাপ্ত পরিমাণে হাত ধোয়ার সাবান রাখার ব্যবস্থা করতে হবে ।
সোমবার সকালে মেহেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ঈদের জামাত নিয়ে আলোচনা সভায়এ সিদ্ধান্ত নেওয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমানের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অড্যা. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনী, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী প্রমুখ।