মেহেরপুর নিউজঃ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হতে না হতেই মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম শনিবার সন্ধ্যার পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে শিক্ষার্থীদের বাড়ি যান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ প্রদান করেন।
এ সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার ঘটনায় শিক্ষার্থী এবং তার অভিভাবকরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।