বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

January 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তাহাজউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

এর আগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় পরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।