বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুর আশার আলো ফাউন্ডেশনের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

June 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর আশার আলো ফাউন্ডেশন এর উদ্যোগে আশরাফপুর গ্রাম থেকে চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে।

আশার আলো ফাউন্ডেশনের সভাপতি বাপ্পির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফপুর মাদ্রাসা সুপার ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশার আলো ফাউন্ডেশনের সাথী, সজনী, বায়েজীদ হোসেন প্রমূখ। পরে চলিতে সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা আশরাফপুর গ্রামের ৮জন এ প্লাস প্রাপ্তদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।