টপ নিউজ

আশরাফপুরে মসজিদের ২০ বিঘা জমি দখলের অভিযোগ

By মেহেরপুর নিউজ

September 27, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর তালতলা পাড়া ওয়াকফ মসজিদের ২০ বিঘা জমির লিজের টাকা না দেওয়ায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর তালতলা পাড়ার বাসিন্দারা গণস্বাক্ষর করে অভিযোগ করা হয়। গ্রামবাসীর স্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগে জানা গেছে মসজিদের বর্তমান মোতাওয়াল্লী (দায়িত্ব প্রাপ্ত) কাজী মোঃ হাবিবুল ইসলাম তার পিতার নিকট থেকে দায়িত্ব নেওয়ার পর গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

কিন্তু তিনি তার দায়িত্ব পালন না করে মসজিদের ৭২ বিঘা জমির মধ্যে ২০ বিঘা জমি নিজ দখলে রেখে অন্যত্র লিজ দিয়েছেন। প্রতিবছরই জমি থেকে তিন লক্ষ টাকা করে লিজের টাকা গ্রহণ করলেও মসজিদ কমিটি কে ওই টাকা জমা দেননি। মসজিদের এতো জমে থাকা সত্বেও লিজের টাকা পরিশোধ না করায় মসজিদ কমিটির পক্ষ থেকে বারবার বলা হলেও টাকা আদায় করতে ব্যর্থ হয়েছে। ইমাম, মুয়াজ্জিনরা বেতন পাচ্ছেন না। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য এলাকাবাসীর জোর দাবি জানিয়েছেন।