বর্তমান পরিপ্রেক্ষিত

আশরাফপুরে কম্বল বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 13, 2025

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে ব্লাড ডোনার সোসাইটির সদস্যদের মাধ্যমে কম্বল বিতরণ করা হয় সদস্যরা পিতা তোদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দেওয়া হবে অম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা বরকতউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মীরা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম হোসেন।

সঞ্চালনা করেন মোহাম্মদ আলমগীর। এ সময় অন্যদের মধ্যে সহ-সভাপতি আবুল হাসান, টেকনিশিয়ান জাহিদ জামান, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সদস্য হাসান রাব্বি, তনময়, সাঈদ, বৃষ্টি প্রমূখ।