মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে গোভীপুর যুব সমাজের সার্বিক সহযোগিতায় আলোকিত গোভীপুর প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর থানার মোড় গোভীপুরের প্রবেশ দ্বারে আলোকিত গোভীপুর প্রজেক্টের উদ্বোধন করা হয়। গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি তুহিন রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক সায়ফুল ইসলাম,গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার কাষাধক্ষ কোয়েল আরেফিন ,জাহাঙ্গীর আলম, তুহিন রেজা হীরা,আখতারুজ্জামান। পরে আলোকিত গোভীপুর প্রজেক্টের উদ্বোধন করা হয়। মেহেরপুর থানার মোড় গোভীপুরের প্রবেশদ্বার থেকে শুরু করে গোভীপুর উত্তরপাড়া পর্যন্ত
প্রায় দুই কিলোমিটার রাস্তা দুপাশে সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করা হবে।