মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ মার্চ:
ওয়াই ফাই (ফ্রি ইন্টারনেট) আর মাত্র ৪ দিন। ইতিমধ্যে প্রস্তৃতির ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজও চলছে দ্রুতগতিতে। ২৬ শে মার্চ হতে যাচ্ছে মেহেরপুর পৌর বাসির জন্য একটি স্বরনীয় দিন। একদিকে মহান স্বাধীনতা দিবস অন্যদিকে মেহেরপুর পৌর মেয়রের উদ্যোগে উদ্বোধন হতে যাচ্ছে ওয়াই ফাই সার্ভিসের। সেই সাথে ২য় চমক হিসেবে থাকছে মাল্টিমিডিয়া কেন্দ্রীয় শব্দ নিয়ন্ত্রন ও সরবরাহ সিষ্টেম ( সেন্ট্রাল সাউন্ড কন্দ্রোল এন্ড সাপ্লাই)।
ওয়াইফাই:
২৬ শে মার্চ প্রথম প্রহরে মেহেরপুর পৌর সভার উদ্যোগে মেহেরপুর সামসুজ্জোহা পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ওয়াই ফাই সর্ম্পকে পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু মেহেরপুর নিউজকে জানান,প্রায় ১ মাস ধরে ওয়াইফাই সার্ভিসের জন্য একটি টিম বিরতীহীনভাবে কাজ করে যাচ্ছে। প্রথমত ৩ এমবিপিএস স্পেস এবং ১০০০ কেবিপিএস গতি সম্পন্ন ৫টি ডিভাইসের মাধ্যমে শহরে ওয়াইফাই সার্ভিসের যাত্রা শুর করার সিদ্বাধন্ত নেয়া হলেও পৌরবাসীর সকলেই যাতে এ সুবিধা গ্রহন করতে পারে সে কথা চিস্তা করে এটিকে উন্নিত করে ৬ এমবিপিএস স্পেস এবং ১০০০ কেবিপিএস গতি সম্পন্ন ৮টি ডিভাইস বসিয়ে এ সার্ভিস প্রদান করার চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আশা প্রকাশ করেন, পৌর এলাকার সকল প্রযুক্তীপ্রেমীরা যাতে স্বাচ্ছন্দে এ সেবা গ্রহন করতে পারে সেকারনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেন্দ্রীয় মাল্টিমিডিয়া শব্দ নিয়ন্ত্রন ও সরবরাহ সিষ্টেম:
ফজরের আযান শুনে পৌর বাসির ঘুম ভাঙবে, আযানের পরপরই শুনা যাবে তার বাংলা তরজমা, এরপরপরই শুনতে যাবে ইসলামিক গান এভাবেই মেহেরপুর শহরকে কেন্দ্রীয় মাল্টিমিডিয়া শব্দ নিয়ন্ত্রন ও সরবরাহ প্রযুক্তী উদ্বেধন হতে যাচ্ছে ২৬ শে মার্চ।
এ প্রসঙ্গে মেহেরপুর পৌর মেয়র বলেন, একটি স্বয়ংক্রীয় সাউন্ড ডিভাইসের মাধ্যমে পুরো শহরকে নিয়ন্ত্রন করবে এ যন্ত্রটি। তিনি বলেন ৫ ওয়াক্ত নামাযের আযান, আযানের বাংলা তরজমা, ইসলামিক গান, দেশাত্মবোধক গান, রবিন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, বিভিন্ন সরকারী ঘোষনা, পৌর সভার বিভিন্ন তথ্য সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও বিনোদন মুলক ব্যবস্থা নিয়ে মেহেরপুর শহরকে শব্দ যন্ত্রের আওতায় নেয়া হবে। তিনি বলেন, প্রথম পর্যায়ে মেহেরপুর শহরের প্রধান সড়ক দিয়ে এ যাত্রা শুরু করা হবে। পর্যায়ক্রমে মেহেরপুরপৌরসভার সকল ওয়ার্ড ও মহল্লায় এ শব্দ নিয়ন্ত্রের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ২৮ ফেব্রয়ারি সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর নিউজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. পল্লব ভট্রাচার্য’র প্রস্তাবের আলোকে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু মেহেরপুর শহরে ২৬ মার্চ ওয়াইফাই সার্ভিসের উদ্বোধন করবেন বলে ঘোষনা দেন। সে মোতাবেক তারপর থেকে ওয়াইফাই সার্ভিস চালু করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।