– মোঃ আব্দুর রহমান, কালীগঞ্জ:
——————–
আবার ভুলেগেছো কি?
গঙ্গায় চিতার তাপে লন্ডভন্ড নিয়তির ঢেউ
ঢাকার তালতলায় কবরের ছড়াছড়ি
রোমের মৃত্যুপুরীর আর্তনাদের ফোঁপানি
দেশে দেশে শুধু কফিন টানার হুইসেল!
যার সূচনার দামামা ফাটে উহানে..।
সেই করোনার অধ্যায় বলছি!
ভয়ের দাপটে লাশ হয়েছিল বোঝা!
বাবার মুখে আগুন দেয়নি পরিমল
মেয়ের কবরে মাটি রাখলোনা রনু মিয়া
প্রবাসী স্বামীর শোকে বুকের ছাতি ফাটে সখিনার!
লাটিম ছন্দে শিকল হাতে আবার… করোনা
অমিক্রনের বিষদাঁত হামর কাটতে চায় পাঁজরে!
সময় এসেছে সাবধানের লাটাই টানার
যুদ্ধ রনঘন্টা বাজুক করোনা প্রতিরোধে
স্লোগান উঠুক একটাই;আর নয় লাশ।।