মেহেরপুর নিউজ, ১৬ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনারের সহযোগীতায় স্কুল ব্যাগ, খাতা, স্কেল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো: আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসকল সামগ্রী বিতরন করেন। আর আর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গেলাম রসুলের সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক লুৎফর রহমান, আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহম্মেদ , জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারন সম্পাদক মোসাররফ হোসেন, অব: শিক্ষক আবুল কাশেম নুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আশরাফুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, ফিরাতুল ইসলাম, রাহানুরজ্জামান পলেন, প্রমুখ। পরে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ব্যাগ, খাতা সহ অন্যন্যা সামগ্রী বিতরণ করা হয়।