বর্তমান পরিপ্রেক্ষিত

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি মেহেরপুর জেলা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

October 01, 2024

মেহেরপুর নিউজ:

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি মেহেরপুর জেলা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি মেহেরপুর শাখার সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ গফুর, সহ-সভাপতি সুমন আলী, কেন্দ্রীয় কোষাধক্ষ্য হোসেন সাদিক ইমাম, যুগ্ম মহাসচিব শফিকুর রহমান, তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আর এমপি ওয়েলফেয়ার সোসাইটি মেহেরপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ বাশারুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি জালাল উদ্দীন, আব্দুল আলিম,শামীম হোসেন, গিয়াস উদ্দিন, মোসারফ হোসেন শাহীন প্রমূখ। এর আগে জেলা কমিটিরসহ কেন্দ্রীয় কমিটির সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং সদস্যদের মাঝে পরিচয় পত্র প্রদান করা হয়।