ডেস্ক রিপোর্ট,০৫ আগস্টঃ
‘দৈনিক আমার দেশ’ পত্রিকার অনলাইন ভার্সন ও অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজসহ ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব পোর্টালের বেশির ভাগই অনলাইন নিউজ পোর্টাল।
বৃহস্পতিবার রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে কী কারণে এসব ওয়েব পোর্টাল বন্ধ করা হয়েছে, তা জানা যায়নি।
এ বিষয়ে জানাতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের বলা হয়েছে।
বন্ধ করে দেওয়া নিউজ পোর্টালগুলোর মধ্যে রয়েছে- বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪ বাংলা নিউজ ব্লগ প্রভৃৃতি।