মেহেরপুর নিউজ,১৯ জুলাই: অস্থায়ী রাজধানী মেহেরপুরের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সকল সংগঠক, সুধীজন, সাংবাদিকসহ সকল নাগরিকদের ঐক্যমতে পৌছানোর লক্ষ্যে এবং বাস্তবমুখী পরিকল্পনা গ্রহন করার লক্ষ্যে “আমরা স্বপ্নের মেহেরপুর চাই” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেণ বিশিষ্ট সংগঠক নাসির উদ্দিন মিরু। আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক তরিকুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু, আশরাফুল ইসলাম, উপদেষ্টা তুহিন আরণ্য, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এম এ এস ইমন, মেহেরপুর নিউজের চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পলাশ খন্দকার, বর্তমান সম্পাদক মিজানুর রহমান, বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, সামসুজ্জোহা, অনিক প্রমুখ।