টপ নিউজ

আমরা ভারতের থেকে অনেক দিকে দিয়ে এগিয়ে গিয়েছি–আ ফ ম বাহাউদ্দিন নাছিম

By মেহেরপুর নিউজ

October 21, 2021

মেহেরপুর নিউজ :

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিগত সময়ে করোনাভাইরাসে যখন সারা বিশ্বে স্তম্বিত, তখন আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা কেউ ঘরে বসে থাকেননি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে সহযোগিতা করেছেন। কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

বাহাউদ্দিন নাসিম বলেন, সারা বিশ্ব যখন অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে তখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমরা ভারতের থেকে  অনেক দিক দিয়ে এগিয়ে গিয়েছি। পাকিস্তানের কথা তো বলতেই চায়না। আ ফ ম বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন সোহার্দ্য সম্প্রীতির দেশ আমাদের দেশ বাংলাদেশ।

এই দেশে কোনো নাশকতা চলবে না। এই দেশে বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে। কোভিড মোকাবেলায় প্রধানমন্ত্রীকে যখন সারা বিশ্বের নেতৃবৃন্দ ধন্যবাদ জানাচ্ছেন। ঠিক সেই মুহুর্তে আবারো সেই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।

প্রতিমন্ত্রী বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন। যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছিলেন। সেই তারাই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করছে। বর্ধিত সভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভিন জাহান কল্পনা, এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহেদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকএম এ খালেক, সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন আইন, বিষয়ক সম্পাদক ও পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিমারা হীরাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।