নির্বাচন

আমদাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

By মেহেরপুর নিউজ

February 20, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন বাছায় শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন, বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম, জিনারুল ইসলাম এবং নজরুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

জেলা রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী মনোনয়নপত্র বাছায় শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।