নির্বাচন

আমদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতিয়ার রহমান হিরার গণসংযোগ

By মেহেরপুর নিউজ

February 01, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মেহেরপুর সদর উপজেলার আওয়ামী লীগের সদস্য ও আমদহ  ইউনিয়ন আওয়ামী লীগের ০১ নং যুগ্ম সাধারণ  সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরার গণসংযোগ ।

বুধবার বিকালে তিনি নিজ গ্রামে টেংরামারীর বাড়ি বাড়ি ও হাটবাজারে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্ট ও আমদহ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুস্তম আলী, সহ- সভাপতি মোঃ মোজ্জামেল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহম্মেদ, কোষাধ্যক্ষ মোঃ আজিমদ্দিন, যুবলীগ কর্মী হিমেল, মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় নেতা কর্মীগন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছায়। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।