নির্বাচন

আমদহ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী টোকনের কর্মী সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 21, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোঃ রওশন আলী টোকনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও  কর্মী সভা অনুষ্ঠিত।

মঙ্গবার বিকালে  রওশন আলী টোকনের বামন পাড়ার নির্বাচনী কার্যালয়ে আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী শহিদুল হকের সঞ্চালনায়  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিতে  কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. মতিন, গোলাম কিবরিয়া বুলু, মোঃ আতিয়ার রহমান হিরা, দেলোয়ার হোসেন রিগ্যান, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন সহ আমদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতা কর্মীগন।

পরে সেখানে আসন্ন ১৬ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোঃ রওশন আলী টোকনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।