টপ নিউজ

আমঝুপি শিশু-কিশোর সংগঠনের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

August 04, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে আমঝুপিতে এ সংবর্ধনা দেয়া হয়। আমঝুপি শিশু-কিশোর সংগঠনের সভাপতি মুস্তাক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকার ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আমঝুপি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, প্রকৌশলী সাহাবী বকুল, আমঝুপি শিশু-কিশোর সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান লিটন।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নুপুর খাতুন, রিয়াদ হাসান, হিমু খাতুন, নুপুর খাতুন, নিহা মাসুদ, মিম। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে আমঝুপি শিশু-কিশোর সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে মীর চানাচুর এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কথা ঘোষণা দেয়া হয়। আমঝুপি শিশু-কিশোর সংগঠনের সভাপতি মুস্তাক মিলন এ ঘোষণা দেন।