মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৮ সালের এসএসসি ব্যাচ এর উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ, ১৯৮৮ সালের এসএসসি পরীক্ষার্থী মঈনুল আলম বুলবুল, নুরুন্নাহার, আব্দুল হাকিম, চাদ আলি, কামাল হোসেন, রেজাউল হক, বেদানা খাতুন, রাবিয়া আশরাফ বন্যা, মাহমুদা খাতুন, মোখলেছুর রহমান, আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।