মো: শহিদুল ইসলাম, আমঝুপি
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পহেলা বৈশাখ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।
সোমবার সকালের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলা ১৪৩১ সালকে বিদায় ও ১৪৩২ সালকে বরণ করে নেওয়া। এসময় সেখানে বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো: হাসিবুজামান স্বপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুজামান, সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, গাজিউর রহমান, রিপন, রাফিউল ইসলাম বসির আহমদ, আবুল হাসান, শাহনাজ খাতুন, নারগিস চৌধুরী শাহেদা বানু। অনুষ্ঠান সঞ্চলনা করেন বিএসসি টিচার হাবিবুর রহমান।