মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি যুব সমাজের উদ্যোগে আমঝুপি কুঠিবাড়ি বিনোদন পার্কে অনুষ্ঠিত মরহুম মাসুদুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর সীমান ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ২-০ গোলে মেহেরপুর জিসান স্মৃতি ক্লাবকে পরাজিত করে। খেলায় প্রথমাদ্ধের ১৭ মিনিটের সময় সীমান্ত ক্লাবের পক্ষে হিমেল প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় আজিজুল গোলের ব্যবধান দ্বিগুনে পরিণত করেন। খেলায় হিমেল ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অন দা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। নাজিমুদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, সাইদুর রহমান, প্রাক্তন খেলোয়াড় আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন আসাদুর রহমান লিটন, ফারা হোসেন লিটন প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে প্রধান অতিথি উভয় দলের সঙ্গে পরিচিত হন।