মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি যুব সমাজের উদ্যোগে আমঝুপি নীলকুঠি মাঠে মরহুম মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার রাতে মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দীন ফিতা কেটে মরহুম মাসুদুল হাসান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
নাজিম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হাসানুজ্জামান মালেক,টি আই ইসমাইল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আমঝুপি পাবলিক ক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান।এতে বক্তব্য রাখেন আমঝুপি যুবসমাজের পক্ষে আসাদুজ্জামান লিটন,জুয়েল রানা, সাহাদুল ইসলাম, কানায়, আশরাফুজ্জান বাবলু, আসলাম হোসেন।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ধলা ফুটবল একাদশ হরিরামপুর সীমান্ত ক্লাব একে অপরের সাথে মোকাবেলা করে।
অংশগ্রহণকারী অপর দলগুলো হলো কোলা ইলেভেন স্টার, পাটাপুকুর ফুটবল একাদশ, খোকসা ১ নম্বর বিএনপি, চিৎলা জাগরণী ক্লাব, সোনাপুর ফুটবল একাদশ, এসএসসি ২০২২ ব্যাচ, মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব, চৌগাছা ইয়াং স্টার,মাহফুজ স্পোর্টিং ক্লাব,বাজিতপুর ফুটবল একাদশ, জিসান স্মৃতি ফুটবল একাদশ, উদায়ন ক্রীড়া চক্র, শিবপুর ইয়াংস্টার এবং ফ্রেন্ডস স্কোয়ার গোপালপুর।