মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পিরোজপুর সড়কে ইজিবাইক উল্টে মহাদেব ঘোষ ও টুটুল নামের দুই ব্যক্তি আহত হয়েছে। তাদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পিরোজপুর সড়কের মাঝামাঝি রঘুনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মহাদেব ঘোষ চুয়াডাঙ্গার দৌলতদিয়া দক্ষিণপাড়ার কালিপদ ঘোষের ছেলে। এবং ইজিবাইক চালক টুটুল। আহত ব্যক্তিরা অচেতন থাকায় টুটুলের পিতার নাম জানা যায়নি।
জানাগেছে, আহত দুজন ইজিবাইক যোগে পিরোজপুর থেকে ফেরার পথে রঘুনাথপুর ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি উল্টে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।