মেহেরপুর নিউজ:
করোনা পরিস্থিতিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ছাগল হাটে ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দুরত্ব বজায় ও সকলের মুখে মাস্ক পরে বাজারে কেনা-বেচার অনুরোধ জানিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রবিবার এ আহ্বান জানানো হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ প্রচারাভিযান চালানো হয়। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মেনে পশু কেনা বেচা করলে মানুষের ভিড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসন। এই পরিস্থিতিতে হাটে ভিড় স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দুরত্ববজায় ও সকলের মুখে মাস্ক পরে প্রতি গুরুত্ব দেওয়া হয়।
অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেহেরপুর সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃনদ উক্ত জনসচেতনতা সৃষ্টির কাজে সহায়তা করেন।