অন্যান্য

আমঝুপি খামার কর্মকর্তার বাড়িতে নাইট কুইন ফুল ফুটেছে

By মেহেরপুর নিউজ

May 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের উপ-পরিচালক কামরুজ্জামান শাহিনের বাসভবনেস এক সাথে ৭টি নাইট কুইন ফুটেছে। রোববার রাতে ওই ফুল গুলো ফুটলে সুগন্ধে এলাকা মাতোয়ারা হয়ে উঠে। ডাল ও তৈল বীজ খামারের প্রসেসিং বিভাগের পরিচালক কামরুজ্জামানের স্ত্রী আম্বিতুন নেছা জানান, গত বছর টবে নাইট কুনন গাছটি লাগানো হয়েছিলো।