মেহেরপুর নিউজ,১৭ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আওয়ামীলীগের ৫ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে রিপন ও মোহন নামের দুকর্মীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকাল ৫টার দিকে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাস স্বাগত বক্তব্য শুরু করার পরপরই স্থানীয় আওয়ামীলীগে নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লার সমর্থকরা অবৈধ সম্মেলন মানি না , মানব না বলে শ্লোগান শুরু কররে সেখানে উত্তেজনা শুরু হয়। এ সময় এক পর্যায়ে সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর সমর্থকদের সাথে সংঘর্ষ বেধে যায়।
এ সময় উভয় পক্ষের লোকজন চেয়ার ভাংচুর করে এবং লাঠি শোটা নিয়ে পাল্টা আক্রন চালায়। এতে মালেক পক্ষের ৫ কর্মী আহত হয়। জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুল সহ নেতৃবৃন্দরা সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যার্থ হয়। এক পর্যায়ে সম্মেলন স্থল ত্যাগ করেন। পরে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের অনুপস্থিতে সম্মেলনে ২য় পর্বে একক প্রার্থী হিসেবে বোরাহান উদ্দিন চুন্নুকে সভাপতি হিসেবে ঘোষনা করা হয়। একই সাথে সাধারন সম্পাদক পদে ৫ জন প্রার্থী হওয়ায় বৃহস্পতিবার বিকালে নির্বাচনের মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচন করা হবে বলে ঘোষনা করা হয়।