বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 09, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী, প্রশাসনিক কর্মকর্তা মৌসুমী আক্তার, হিসাবরক্ষক আসিফ ইকবাল সজীব, ইউপি সদস্য আরিফ হোসেন, মকবুল হোসেন, আসাদুজ্জামান পিন্টু, আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনীধি শোভনপ্রমুখ।

“তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক অংশ গ্রহণ করেন।