মেহেরপুর নিউজঃ
বর্ণাট আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের আমঝুপিতে আমঝুপি ইউনিয়ন কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টের জার্সি এবং ট্রফি উন্মোচন করা হয়েছে।
শনিবার রাতে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমঝুপি ইউনিয়ান কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টের জার্সি এবং ট্রফি উন্মোচন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমঝুপি ইউনিয়ান কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টের জার্সি এবং ট্রফি উন্মোচন করেন।
আমঝুপি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রবিবার থেকে আমঝুপি ইউনিয়ন কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হবে। আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে জার্সি এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর সাবেক নায়েবে আমীর সিরাজুল ইসলাম।
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফয়জুল কবিরের সঞ্চালনায় এর আগে অতিথিবৃন্দ টুর্নামেন্ট অংশগ্রহণকারী দশটি দলের জার্সি উন্মোচন করেন। আতশবাজির ঝলকানি আর ফানুষ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষে ট্রফি উন্মোচন করা হয়। ছোট্ট আয়োজন, কিন্তু বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে ১০টি দলের অধিনায়করা দুটি ভ্যান যোগে মাঠে প্রবেশ করলে দর্শকরা তাদের করতালি দিয়ে স্বাগত জানান। পরে একটি ব্যক্তিগত গাড়ী যোগে ট্রফি নিয়ে এসে অনুষ্ঠান স্থলে রাখার পর দেশ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়।
আমঝুপি ইউনিয়ান কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টের জার্সি এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রাজ্জাক সাদ্দাম, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিব ইকবাল,সফিকুল ইসলাম, আমঝুপির সাবেক ক্রিকেটার নাজিম, সাবেক ফুটবলার আসলাম,আব্দুস সাত্তার মুক্তাসহ বিপুল পরিমাণ দর্শক সেখানে উপস্থিত ছিলেন।