অন্যান্য

আমঝুপির উত্তরপাড়ায় ডাকাতি ।। ডাকাতদলের হামলায় আহত ৩ ।। ২টি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 26, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় কুয়েত প্রবাসি এনামুলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এতে নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাতদল।এ সময় প্রতিরোধ কালে ডাকাতদলের ছোড়া বোমায় আযম নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়ে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এনামুলের প্রতিবেশী রুহুল জানান, রোববার দিবাগত রাত ২ টার দিকে ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত আমঝুপি উত্তরপাড়ায় কুয়েক প্রবাসি এনামুলে বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা জমি কেনার জন্য নগদ ৩ লাখ টাকা ও ৪ ভরি সোনার অলংকার লুট  করে নেয়। পরে পার্শ্ববর্তি আরো একটি বাড়িতে প্রবেশ করতে গেলে গ্রামবাসির প্রতিরোধের মুখে পড়ে। এ সময় ডাকাতদল গ্রামবাসীকে লক্ষ্যে করে বেশ কয়েকটি বোমা ছুড়ে মারে।  

বিষ্ফোরিত বোমার স্প্রিন্টারে এনামুলের প্রতিবেশী আযমের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ডাকাতদের এলোপাতাড়ি হামলায় আওলাদ ও সুমন নামের আরো দুজন আহত হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলেপৌছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিষ্ফোরিত বোমা উদ্ধার করে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।