মেহেরপুর নিউজ, ২৪ মে: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল বীজ খামারে ৬০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ডিহিউমিডিফাইড গুদাম নির্মানের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুদাম নির্মান কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। এ সময় আমঝুপি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের চিৎলা খামারের উপপরিচালক আবির হোসেন, আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, সব্জী খামারের উপপরিচালক আলতাফ হোসেন, সহকারী পরিচালক মীর্জা শফিকুল ইসলাম, উপ সহকারী পরিচালক আবু তাহের , ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ। ১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যায়ে ঝিনাইদহের ঠিকাদারী প্রতিষ্ঠান গুদাম নির্মান কাজ করছেন।