মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খামারের কাছে সড়ক দুর্ঘটনায় লাল্টু নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মিনারুল (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালটু মেহেরপুরের গাংনী উপজেলার কচুঁয়খালী গ্রামের আহমেদ আলী ছেলে এবং আহত মিনারুল একই গ্রামের জামাল শাহার ছেলে।
জানা গেছে নিহত ও আহত দুই ব্যক্তি মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খামারের পাশে পড়ে থাকে দেখে পথচারীরা মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মিনারুলকে তুলে দেয়।
পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা লালটুকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত মিনারুল এর অবস্থা আশঙ্কাজনক। কিভাবে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না।